ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসি প্রস্তুত: ইসি হাবিব

নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসি প্রস্তুত: ইসি হাবিব

প্রেস ব্রিফিংয়ে ইসি মো. আহসান হাবিব খান। ছবি-সমকাল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৪:৪৮ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ১৫:০২

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অবাধ পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের (ইসি) সব প্রস্তুতি রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে অনুষ্ঠিত সভায় জেলার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ অংশ নেন। 

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ভান্ডারিয়া পৌরসভায় ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সভার প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে, অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। 

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান ও নির্বাচন কমিশনের বরিশালের আঞ্চলিক কর্মকর্তা মো. আলাউদ্দিন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন র‌্যাবের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আনসার বাহিনীর কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। 

এর আগে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ভান্ডারিয়া উপজেলার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনে সুন্দর প্লাটফর্ম তৈরি করা। ভাণ্ডারিয়ায় ইতোপূর্বে যখন এসেছিলাম তখন মনে হয়েছিল স্বর্গের শহর। কিন্তু বর্তমানে এসে তা মনে হচ্ছে না। উপজেলায় পৌঁছানোর আগেই পোস্টার ও লিফলেটসহ নানা আচরণবিধি লঙ্ঘন দেখা যাচ্ছে। আমরা ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনকে মডেল নির্বাচন করতে চাই। 

ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসি প্রতিদ্বন্দ্বী মেয়র ও সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের নানান অভিযোগ শোনেন। এসময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতি দেন। প্রার্থীদের নানান অভিযোগের প্রেক্ষিতে ইসি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান এবং প্রার্থীদের বক্তব্য যদি সঠিক হয় তা হলে তা হবে গর্হিত কাজ।

ইসি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আইন যদি প্রার্থীর কোনো কর্মীও ভঙ্গ করে তাহলে তা প্রার্থীর ওপরই বর্তায়। অতি উৎসাহী কর্মীদের যদি প্রার্থী নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেই প্রার্থী নির্বাচিত হয়ে কিভাবে জনগণের সেবা করবে?

তিনি বলেন, ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কেউ কোনো অসাধু কার্যক্রম করলে প্রয়োজনে ১ বার নয় ১০ বার নির্বাচন করা হবে। কিন্তু স্বচ্ছতার বিষয়ে কোনো আপোষ নেই। 

নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) সার্বিক বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত (নৌকা) মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু, জাতীয় পার্টি জেপি’র (বাই সাইকেল) মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম, স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক রাজু, শাহাবুদ্দিন শাহ বাবুল বহিরাগত অনুপ্রবেশকারী, পেশিশক্তি, নির্বাচনী কার্যক্রমে বল প্রয়োগ ও বাঁধা দানসহ নানা অভিযোগ করেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে ৩৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অনেকেই আচরণ বিধি লঙ্ঘন ও অধিক অর্থ ব্যয়সহ নানান অভিযোগ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে- জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, সহকারী কমিশনার (ভ‚মি) রুমানা আফরোজ, ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ, ভান্ডারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই সোমবার ইভিএম পদ্ধতিতে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে পৌরসভা গঠনের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

×