কমিটি বাতিলে ক্ষোভ
ছাত্রলীগ নেতাদের ‘চামড়া থাকবে কিনা’ সন্দেহ প্রতিমন্ত্রীর ছেলের

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৬:২৯ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ১৬:৩২
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি ইউনিয়নের ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করায় বেজায় ক্ষেপেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির। তিনি কমিটি বাতিলে জড়িতদের ‘চাম (চামড়া) থাকবে কিনা’ বলে হুমকি দিয়েছেন।
বুধবার উপজেলার শৌলমারী ইউনিয়ন ও চরশৌলমারী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি। এতে ক্ষিপ্ত হয়ে সাফায়াত তাঁর ফেসবুক পেজে এ হুমকি দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা ঝড়।
সাফায়াত ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মেলন বাদ দিয়ে ইউনিয়নের নির্বাচিত কমিটি কীভাবে ভাঙে? দল তো নিজের বাপ-দাদার রেখে যাওয়া সম্পত্তি নয়। এসব প্রস্তুতি কমিটির এক-একটা উপজেলার সম্মেলন রেখে পালায় ও চাটুকারিতাপরায়ন হয়ে পাচাটা (লোক) দিয়ে টাকার বিনিময়ে প্রস্তুতি কমিটির টিকিট কাটে। দল ক্ষমতায় তাই টাকার ছড়াছড়ি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সম্মেলন প্রস্তুতি কমিটিকে বয়কট করেন। এরা কীভাবে সম্মেলন না করে কমিটি নিয়ে বাণিজ্য করছে, সেগুলো তুলে ধরেন। তাদের নিজের পাছার চাম থাকবে কিনা, সেটা তাদের ভাবতে বলেন।’
প্রতিমন্ত্রীর ছেলের ফেসবুকে এমন পোস্টের প্রতিবাদ জানিয়েছেন চিলমারী উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বদিউজ্জামান বদরুল। তিনি কমেন্টে লিখেছেন, তোমার মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য দুঃখজনক। তুমি ছাত্রলীগের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নও। ছাত্রলীগ নিজের গতিতে এগোচ্ছে ও এগোবে।
রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল আহমেদ কমেন্টে লিখেছেন, ছাত্রলীগ নিয়ে আপনারা এত মাথা ঘামান! দিনের পর দিন বিভিন্ন উপজেলার ছাত্রলীগ কীভাবে সংগঠন চালাচ্ছে, একবারও কি খোঁজ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দেন। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, সামনে জাতীয় নির্বাচন। তাই সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হচ্ছে।