প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৩ | ০৯:০৩ | আপডেট: ০৭ জুলাই ২০২৩ | ০৯:০৬
ঝালকাঠির রাজাপুরে এক বাকপ্রতিবন্ধীকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে মামলাটি করেন। রাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।
মামলার বাদী বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে তাঁর মেয়ে বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। এ সময় অভিযুক্ত দুই কিশোর অস্ত্র দেখিয়ে জিম্মি করে তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।’
তিনি আরও জানান, ঘটনাটি জানার পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান তারা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।