দুমকীতে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর রাস্তা নির্মাণ

ছবি-সমকাল
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৩ | ১২:৫৮ | আপডেট: ০৭ জুলাই ২০২৩ | ১২:৫৮
পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী-বাউফল মহাসড়কের দুমকী নতুন বাজারের পার্শ্ব দিয়ে দক্ষিণ দিকে আ. মজিদ ঘরামীর বাড়ি পর্যন্ত স্বেচ্ছাশ্রমে পৌনে এক কিলোমিটার ইটের রাস্তা নির্মাণকাজ শুরু করেছেন এলাকাবাসী। বুধবার থেকে প্রায় ৮ ফুট প্রশস্ত রাস্তায় ইটের সলিং বিছানোর কাজ শুরু করেন তারা।
এলাকাবাসী জানান, রাস্তাটি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম। এ রাস্তা দিয়ে দৈনিক কয়েক হাজার পথচারী যাতায়াত করেন। রাস্তাটি এক সময় হাঁটা পথ থাকায় যানবাহন প্রবেশ করতে পারত না। এতে অন্তঃসত্ত্বা নারী, শিশু, রোগী ও বৃদ্ধদের চলাচলে অসুবিধা হতো। যান চলাচলের উপযোগী না হওয়ায় রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা পেশার লোকজন। বিশেষ করে বর্ষার দিনে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হতো তাদের। এলাকাবাসীর কষ্ট লাঘবে হাঁটা পথটি প্রশস্ত করে ইটের রাস্তা নির্মাণের উদ্যোগ নেন পবিপ্রবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমির হোসেন। তিনি প্রায় তিন বছর আগে রাস্তার প্রশস্ততা বাড়াতে দুই পাশের জমির মালিকদের কাছ থেকে জমি গ্রহণের উদ্যোগ নেন। তাঁর উদ্যোগে সাড়া দিয়ে এলাকার অনেকেই জমি ও অর্থ সহায়তা দেন।
স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, রাস্তা নির্মাণে এলাকার সবাই মিলে সাধ্যমতো সহায়তা করেছেন। কেউ জমি দিয়ে, কেউ অর্থ দিয়ে ও কেউবা শ্রম দিয়ে রাস্তা নির্মাণের কাজ এগিয়ে নিয়েছেন।
রাস্তা নির্মাণের উদ্যোক্তা পবিপ্রবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমির হোসেন বলেন, তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও এলাকার সবার সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
- বিষয় :
- স্বেচ্ছাশ্রম
- রাস্তা নির্মাণ