ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

গজারিয়ায় ১৭ জেলেকে জেল-জরিমানা, জাল -মাছ জব্দ

গজারিয়ায় ১৭ জেলেকে জেল-জরিমানা, জাল -মাছ জব্দ

মহিউদ্দিন আহমেদ,গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০২:৪৬

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা প্রতিরোধে  অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৭ জন মৌসুমি জেলে ও মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত গজারিয়া উপজেলার মৎস্য অধিদপ্তর , নৌ পুলিশ কোষ্টগার্ডের সমন্বয়ে একটি দল মেঘনা নদীর কয়েকটি পয়েন্ট অভিযান চালায়। এ সময় পঞ্চাশ হাজার মিটার কারেন্ট জাল ও বিশ কেজি পরিমাণে মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে আটকদের মধ্যে পাঁচজনকে ১০ দিন  বিনাশ্রম কারাদণ্ড ও ১২ জনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আসলাম হোসাইন শেখ  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান নিদিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে।  

আরও পড়ুন

×