ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সরকার হটাতে সবাইকে রাজপথে থাকতে হবে: বরকত উল্লাহ বুলু

সরকার হটাতে সবাইকে রাজপথে থাকতে হবে: বরকত উল্লাহ বুলু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ১৫:৪১ | আপডেট: ০৯ জুলাই ২০২৩ | ১৫:৪১

সরকারকে ক্ষমতা থেকে হটাতে হলে সবাইকে রাজপথে থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রোববার চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী ১৬ জুলাই কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষে এই সভা হয়।

বুলু বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে সব মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষে কয়েক দিনের মধ্যে ৩৬টি রাজনৈতিক দল এক সঙ্গে সরকার পতনের যৌথ কর্মসূচি ঘোষণা করবে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সহ-শ্রমিক সম্পাদক হুমায়ুন কবির খান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

আরও পড়ুন

×