বগুড়ায় তিন পুলিশ পরিদর্শক পদে রদবদল

ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ১৮:২০ | আপডেট: ০৯ জুলাই ২০২৩ | ১৮:২০
বগুড়া জেলায় পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে এক যোগে রদবদল করা হয়েছে। রোববার জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক অফিস আদেশে এ রদবদল করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকীকে পুলিশ পরিদর্শক ওআর হেডকোয়াটার্স বগুড়া, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহকে অফিসার ইনচার্জ সদর থানা বগুড়া ও উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মুস্তাফিজ হাসানকে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, তিন পুলিশ পরিদর্শক নিয়মিত বদলি হয়েছেন।