ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঘরে ঢুকে নারীকে গলাকেটে হত্যা

ঘরে ঢুকে নারীকে গলাকেটে হত্যা

প্রতীকী ছবি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ০৭:৫৮ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০৮:০০

চট্টগ্রামের বাঁশখালীতে আয়েশা খাতুন (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১২টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আয়েশা খাতুন এলাকার নুরুল ইসলাম প্রকাশ তোতা মিয়ার স্ত্রী। নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিতে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে ধারণ করছেন স্থানীয়রা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়ার আয়েশা খাতুন বাড়িতে একাই ছিলেন। স্বামী নুরুল ইসলাম চিকিৎসার জন্য দু’দিন আগে চট্টগ্রামে যান। সে সুবাদে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে গলা কেটে হত্যা করে। আয়েশা খাতুন এলাকায় বিভিন্ন মানুষের কাছে টাকা লগ্নি করতেন। আর্থিক লেনদেন থাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. কামরুল হাসান ও বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

আয়েশা খাতুনের ভাসুরের ছেলে মো. নাছির উদ্দীন বলেন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও আর্থিক লেনদেনের কারণে হয়তো তাঁর চাচীকে খুন করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের বিচার চান।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নারীর স্বামী ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/টিআর/

আরও পড়ুন

×