সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে হেফাজতে ইসলাম

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০৩:৫৪
ফেসবুকে ম্যাসেজ নিয়ে ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার জোহরের নামাজের পর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার বেলা ১২টায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের আমিরের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জোনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিপ্লব চন্দ্র নামে এক ব্যক্তি মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির ঘটনায় ভোলার বোরহানউদ্দিনে এলাকাবাসীর শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি করেছে। এতে চারজন শহীদ ও অনেক লোক আহত হয়েছেন। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় ও এই সংক্রান্তে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কটুক্তিকারী বিপ্লব চন্দ্রের বিষয়টি তদন্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’ আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এদিকে ভোলার ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা রোববার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে টানা তিন ঘণ্টা চট্টগ্রাম-রাঙ্গামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। মিছিল থেকে হাটহাজারী থানা ও থানার মসজিদ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
- বিষয় :
- হেফাজতে ইসলাম
- চট্টগ্রাম