ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুরে কাঁচাবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরে কাঁচাবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান। ছবি-সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১৭:০৮ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ১৭:০৮

ফরিদপুর শহরের কাঁচাবাজারে আলু ও কাঁচামরিচের দাম বেশি নেওয়া এবং হলুদ-ধনিয়ার গুড়ায় মূল্য তালিকা না থাকার অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর শহরের চকবারবাজারে এ অভিযান চালানো হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, আলু ও কাঁচামরিচের অধিক দাম রাখা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান ও বাজারের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×