ভালো কর্মীর কারণে ভোট বাড়ে, বিরূপ আচরণে কমে: মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। ছবি-সংগৃহীত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ | ১৬:৩৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ | ১৬:৩৯
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের ভেতর কোনো দ্বন্দ্ব না রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেছেন, ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। একজন ভালো কর্মীর কারণে দলের ভোট যেমন বাড়ে; তেমনি একজন কর্মীর বিরূপ আচরণে ভোট কমে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয় পেতে জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে আহ্বান জানান তিনি।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির বিশেষ বর্ধিত সভা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আজম। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সভা।
সেখানে মির্জা আজম এমপি আরও বলেন, দল ক্ষমতায় আসার পর অনেক নেতার অনেক পরিবর্তন হয়েছে। আগে যে নেতা বাইসাইকেল চালাতেন, তিনি এখন মোটারসাইকেল চালান। আগে যিনি মোটরসাইকেল চালাতেন, তিনি গাড়ি চালান।
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এসব হয়েছে উল্লেখ করে নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই চিন্তা করেন– আপনারা কী ছিলেন, কী হয়েছেন।’
জাতীয় নির্বাচন উপলক্ষে প্রতি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিশ্বস্ত কর্মী বাছাইয়ের আহ্বান জানিয়ে মির্জা আজম বলেন, এসব কাজ আগেই করতে হবে। নির্বাচনে দলীর প্রার্থীর পক্ষে সব বিভেদ ভুলে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এ ছাড়া সভায় বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতিও বক্তব্য দেন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- মির্জা আজম
- সাংগঠনিক সম্পাদক