ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

জ্বালানি আমদানি পরিবহন ও সংরক্ষণের অনুমোদন মিলল

জ্বালানি আমদানি পরিবহন ও সংরক্ষণের অনুমোদন মিলল

পাবনা অফিস

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ | ১৮:০০

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য জ্বালানি আমদানি, পরিবহন ও সংরক্ষণের অনুমোদন পাওয়া গেছে। আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) শর্ত পূরণ করায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার একটি হোটেলে এ-সংক্রান্ত তিনটি লাইসেন্স দেওয়া হয়।

অনুষ্ঠানে পারমাণবিক জ্বালানি আমদানি ও সংরক্ষণের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে পৃথক দুটি লাইসেন্স দেওয়া হয়েছে। আর নিরাপত্তা নিশ্চিত করে পরিবহনের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে রাশিয়ার একটি প্রতিষ্ঠানকে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, পারমাণবিক জ্বালানি আমদানি ও সংরক্ষণের অনুমোদন একটি মাইলফলক। লাইসেন্স পাওয়ার মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি। এ অর্জন দেশবাসীর।

বিশেষ অতিথি ছিলেন রাশান ফেডারেশনের রোসটেকনাজোরের ডেপুটি চেয়ারম্যান এলেক্সি ফেরাপন্তভ, রোসাটমের ডেপুটি ডিরেক্টর এ ওয়াই পেত্রোভ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার পাল প্রমুখ।

আরও পড়ুন

×