ট্রাকের চাপায় প্রাণ গেল নারীসহ অটোরিকশার ৩ যাত্রীর

প্রতীকী ছবি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১৯:৩৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১৯:৩৬
টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও একজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার জামতলী বাজারের আধা কি.মি. দক্ষিণে এই দুর্ঘটনায় শিশুসহ আহত পাঁচ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন। তবে তিনি নিহত তিনজনের পরিচয় জানাতে পারেননি।
ওসি জসিম উদ্দিন জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি কয়েকজন যাত্রী নিয়ে জামতলী বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছানোর পর পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চালকসহ আহত হন চারজন। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, হতাহতদের পরিচয় নিশ্চিতের কাজের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলছে। ট্রাক জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।