রেলক্রসিংয়ে ইঞ্জিন বিকল, শিক্ষার্থীবাহী গাড়িতে ট্রেনের ধাক্কা

দুর্ঘটনার পর আহত এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে -সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০৪:৪৮
যশোরের ঝিকরগাছায় স্কুল শিক্ষার্থীবাহী একটি গাড়িতে ট্রেনের ধাক্কায় ৫ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় বামনআলী চাপাতলা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- ঝিকরগাছা আইডিয়াল চাইল্ড স্কুলের শিক্ষার্থী তাহসিন মাহমুদ (৪), ইয়ামিন হাসান জিহাদ (৬), মোস্তাকিন (৫) ও মিম (১১) এবং চালক সুজন কান্তি বাপ্পী (৪০)।
আহতরা জানায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে চাপাতলা রেলক্রসিংয়ে পৌঁছালে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে আসা বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় তাদের গাড়িটি ছিটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিউল্লাহ সবুজ জানান, আহত শিক্ষার্থীরা আশংকামুক্ত হলেও চালক সুজন কুমার বাপ্পির অবস্থা গুরুতর।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। অনুমোদনহীন ওই ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
- বিষয় :
- যশোর
- রেলক্রসিং
- ট্রেন দুর্ঘটনা