ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ভোলার ঘটনার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল

ভোলার ঘটনার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল

ভোলার ঘটনার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ- সমকাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০৫:০৬ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ | ০৭:১৬

ভোলার বোরহানউদ্দিনের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

ভোলার ঘটনার কঠোর বিচার ও ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ডের আইন প্রণয়নের দাবি জানিয়ে এই কর্মসূচি পালিত হয়। 

সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইত্তেফাকুল উলামা। মিছিলটি মার্কাজ মসজিদ থেকে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

মুফতি শফিকুল ইসলাম হামিদীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল, সহসভাপতি মাওলানা আবদুল মান্নান, মুফতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা নূরে আলম, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুরুল প্রমুখ।

ফেসবুকে ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের সূত্র ধরে ভোলার বোরহানউদ্দিনে রোববার 'তৌহিদী জনতার' ব্যানারে একটি সমাবেশ ডাকা হয়। সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং চারজন নিহত হন। 

আরও পড়ুন

×