ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ফরিদপুরে এ. কে. আজাদের পোস্টার ছেঁড়ায় প্রতিবাদ সভা

ফরিদপুরে এ. কে. আজাদের পোস্টার ছেঁড়ায় প্রতিবাদ সভা

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩ | ১৪:৫৪ | আপডেট: ১৫ জুলাই ২০২৩ | ১৪:৫৪

ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদের পোস্টার ছেঁড়ার প্রতিবাদে সভা করেছে আওয়ামী মোটর শ্রমিক লীগ। শুক্রবার সন্ধ্যায় শহরের চকবাজার মসজিদ মার্কেটের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের ফরিদপুর জেলা শাখা এ সভা করে।

সভায় পোস্টার ছেঁড়ার ঘটনায় নিন্দা প্রস্তাব করা হয় এবং প্রশাসনের প্রতি অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

সভায় বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক লীগ সভাপতি জামালউদ্দিন কানু ও কার্যকরী সভাপতি এনায়েত হোসেন। অন্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি দেলোয়ার হোসেন ও শারমিন শাহনেয়াজ ফিরোজ, মহিলা সম্পাদিকা আনোয়ার বেগম, হিরন কাজী, শিশির চৌধুরী, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুর সদর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ‘ফরিদপুর-৩ আসনে এ. কে. আজাদকে এমপি হিসেবে দেখতে চাই’ এবং জনগণকে জানানো তাঁর শুভেচ্ছা-সংক্রান্ত সমর্থকদের সাঁটানো অসংখ্য পোস্টার, ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। এরপর রাজনৈতিক কর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার নিন্দা জানিয়ে আসছেন। কোতোয়ালি থানায় জিডিও করা হয়েছে।

আরও পড়ুন

×