জুট মিলের কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১১:০৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১১:০৮
ভেড়ামারায় রোববার ভোরে রাশেদুল ইসলাম নামে জুট মিলের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়ার গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, ভেড়ামারার ১২ মাইল এলাকার আল-আমীন জুট মিলের স্টোর ইনচার্জ রাশেদুল ইসলাম শনিবার রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বের হন। এরপর তাঁর খোঁজ মেলেনি। পরদিন ভোরে দোলুয়া-হোসেনপুর মাঠে তাঁর মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
থানার ওসি জহুরুল ইসলাম বলেন, রাশেদুল ইসলামের হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- জুট মিল
- কুষ্টিয়া