ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফেনীতে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফেনীতে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফেনীতে পণ্যসহ গ্রেপ্তার আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা। ছবি: সমকাল

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ০৮:৩৯ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ০৮:৪১

ফেনীতে আন্তঃজেলা বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকা ও নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তাদের থেকে বিপুল চোরাই পণ্য জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– চোর চক্রের মূল হোতা জসিম উদ্দিন, মো. ইলিয়াস, কামাল উদ্দিন, মো. খোকন, মো সবুজ ও ভাঙারী দোকানের মালিক ও চোরাই পণ্য ক্রেতা বোরহান উদ্দিন। তাদের সবার বাড়ি সবাই নোয়াখালী জেলার সুধারাম ও সেনবাগে।

পুলিশ জানায়, দাগনভূঁইয়ার পল্লী বিদ্যুৎ সমিতি ৯টি ট্রান্সফরমার চুরির অভিযোগে একটি মামলা করলে পুলিশ তদন্ত করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। এ উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান।

জাকির হাসান জানান, রোববার চোর চক্রের নোয়াখালীতে ফেলে যাওয়া ১টি সিএনজি অটোরিকশার সূত্র ধরে বিদ্যুতের ট্রান্সফরমার চোরের পুরো চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের থেকে ৯টি ট্রান্সফরমার কয়েলের তার ও ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহদাৎ হোসেন, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইন, ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের জিএম ফজলুর রহমান ও দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

×