মেসে ফ্যানের সঙ্গে ঝুলছিল বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ

রিবনা শাহরিন
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১৯:৩৩ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ১৯:৩৩
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যলয়ের (ববি) এক ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অদূরে মোল্লা ছাত্রীনিবাস নামক মেস থেকে বুধবার রাত ৮টার দিকে রিবনা শাহরিন (২০) নামে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রিবনা শাহরিন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশের ধারণা, মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বরিশাল বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, মেসের তৃতীয় তলার একটি কক্ষে শাহরিন একা থাকত। গত দুইদিন ধরে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বুধবার সন্ধ্যার দিকে তার বাবাসহ কয়েকজন স্বজন ছাত্রীনিবাসে গিয়ে শাহরিনের কক্ষ ভেতর থেকে আটকানো দেখেন। পরে অন্যদের সহযোগিতায় দরজা খোলার পর ফ্যানের সঙ্গে শাহরিনের অর্ধগলিত মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, অবস্থা দেখে মনে হচ্ছে ২-৩ আগে সে গলায় ফাঁস দিয়েছে। ছাত্রীটি সব সময় একা থাকায় সহপাঠীরাও ২-৩ দিনে তার খোঁজ নেয়নি।
বন্দর থানার সহকারী কমিশনার মেহেদি হাসান জানান, ছাত্রীর পরিবারও প্রাথমিকভাবে ধারণা করছে সে আত্মহত্যা করেছে। তার আগে থেকে একা থাকার প্রবণতা ছিল বলে পরিবার জানিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
শাহরিনের বাড়ি পিরোজপুরেে স্বরূপকাঠী উপজেলায় বলে জানা গেছে।
/এসআর/