এনজিও কর্মীরা নাক ফাটিয়ে দিলেন ঋণগ্রহীতার স্বামীর

ফাইল ছবি।
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১৮:০০
মানিকগঞ্জের দৌলতপুরে ঋণের কিস্তি বকেয়া পড়ায় এক ঋণগ্রহীতার স্বামীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে জড়িতরা স্টেপ টুওয়ার্ডস এমপাওয়ার অব দি পুওর (স্টেপ) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চকমীরপুর ইউনিয়নের দৌলতপুর খাদ্যগুদামের পাশে এ ঘটনা ঘটে।
গতকাল বুধবার সন্ধ্যায় চকমীরপুর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, যারা ঋণ নিয়েছেন, তারা গরিব মানুষ। এভাবে মারা ঠিক নয়। চিকিৎসার জন্য এনজিওকে ২০ হাজার টাকা দিতে বলেছেন।
স্টেপের দৌলতপুরের ব্যবস্থাপক ওবায়দুর রহমান জানান, হাসি বেগম ৮ সপ্তাহ ধরে কিস্তির টাকা পরিশোধ করেননি। কিস্তির টাকা আনতে গেলে বাড়িতে পাওয়া যায় না।
- বিষয় :
- মানিকগঞ্জ
- ঋণের কিস্তি
- মারধর
- ঋণগ্রহীতা