ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ফাইল ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২১ জুলাই ২০২৩ | ০৯:২৫ | আপডেট: ২১ জুলাই ২০২৩ | ০৯:২৭
ফরিদপুরে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাহানারা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু এটি।
জাহানারা
বেগম (৩৯) রাজবাড়ি সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের আগমারা গ্রামের ইউনুছ হোসেনের স্ত্রী।
বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স সুলতা মণ্ডল জানান, ডেঙ্গুতে আক্রান্ত
হয়ে গত ১৬ জুলাই হাসপাতালে ভর্তি হন জাহানার বেগম। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার
ভোরে মারা যান তিনি।
ফরিদপুরের
সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে
আক্রান্ত হয়ে নতুন করে ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৩
জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন ১০২ জন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ৬ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ৮ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ৩ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন
কার্যালয়ের তথ্যানুযায়ী, ডেঙ্গুতে জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০৯ জন। এর মধ্যে
সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪৫ জন।
- বিষয় :
- ফরিদপুর
- ডেঙ্গু
- মৃত্যু
- সিভিল সার্জন