চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ০৬:১৮ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ০৬:২১
চাঁপাইনবাবগঞ্জের
ভোলাহাটে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায়
আহত হয়েছেন তিনজন। আজ শনিবার সকালে ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।
নিহতরা হলেন–
ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে ফাতেমা বেগম (৪৩) এবং একই
উপজেলার ধরমপুর গ্রামের সমসের আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৫)। এ ঘটনায় আহতরা হলেন– মো. নাঈম আলী, নজরুল ইসলাম ও মো. ইসরাঈল। তাঁরা
সবাই ভোলাহাট উপজেলার বিরেশ্বরপুর ও ফুটানীবাজার এলাকার বাসিন্দা। আহত ও নিহতরা সবাই
সিএনজি অটোরিকশার যাত্রী।
পুলিশ ও হাসপাতাল
সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ভোলাহাট থেকে কানসাটগামী একটি সিএনজি
অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে
সিএনজি আরোহী ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু ঘটে।
অপর আহতদের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার
বিষয়টি নিশ্চিত করে ভোলাহাট থানার ওসি সেলিম রেজা বলেন , ঘটনাস্থল থেকে পিকআপ মিনি
ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ২ যানবাহনেরই চালকই পালিয়ে যান। এ ঘটনায় আইনগত
ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- ভোলাহাট
- সড়ক দুর্ঘটনা
- নিহত