খালে ভাসছিল যুবকের মরদেহ

মরদেহ দেখ খালের দুপাড়ে স্থানীয় বাসিন্দারা। ছবি: সমকাল
শৈলকুপা (ঝিনইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ০৬:৪৮ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ০৬:৪৮
ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামে সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিস আলী ভগবাননগর গ্রামের সানারুদ্দিন মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
স্থানীয়রা জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার সকালে কৃষকরা সেচ খালে পাট জাগ দিতে যান। এসময় তারা খালে মরদেহটি ভাসতে দেখেন এবং নিহতের পরিবারকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ কারণে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।
- বিষয় :
- ঝিনাইদহ
- যুবকের মরদেহ
- উদ্ধার