আগুনে ৩ মেয়ে হারানো দম্পতির পাশে উপমন্ত্রী নওফেল

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৬:১১ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ১৬:১১
চট্টগ্রামে আগুনে তিন মেয়ে হারানো পরিচ্ছন্নতাকর্মী আরতি দাস ও মিঠুন দাসের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার দুপুরে নগরীর পাথরঘাটা বান্ডেল রোডের সেবক কলোনিতে যান তিনি। এ সময় তিনি আরতি দাস দম্পতিকে আর্থিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
উপমন্ত্রী নওফেল বলেন, সন্তান হারানোর বেদনা কোনো বাবা-মায়ের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আপনাদের ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। আমিও একজন বাবা। মহান সৃষ্টিকর্তার কাছে তাদের আত্মার শান্তি কামনা করি।
এর আগে অগ্নিকাণ্ডের পরে তাৎক্ষণিক দগ্ধ তিন বোনের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন নওফেল। গত ১৬ জুলাই আরতি-মিঠুন দম্পতির সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
গত ২০ জুন সকালে মিঠুন-আরতি দম্পতি কাজে গিয়েছিলেন। তখন রান্নার চুলার গ্যাসের আগুনে দগ্ধ হয় তাদের চার মেয়ে। পরে ২৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যায় মেজ মেয়ে সাকসী দাস (১১)। এর এক সপ্তাহ পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরেক মেয়ে সারথি দাস মারা যায়। সর্বশেষ ১২ জুলাই ওই ইনস্টিটিউটে মারা যায় ছয় বছর বয়সী হ্যাপি দাস।
এদিন শিক্ষা উপমন্ত্রীকে কাছে পেয়ে বান্ডেল কলোনির অন্য বাসিন্দারা নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানালে তিনি সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাংলাদেশ হরিজন পরিষদ জেলা সভাপতি বিষ্ণু দাশ প্রমুখ।