ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

ফরিদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

ফরিদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বের হওয়া র‍্যালি। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ০৮:৪৮ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ০৮:৪৮

ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যেদিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।  রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ সময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল–কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসিম কুমার সাহা, জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া, সিনিয়র নির্বাচন অফিসার হাবিবুর রহমান হাবিব, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ আনোয়ার প্রমুখ।

আরও পড়ুন

×