ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিলেটে ২৪ ঘণ্টায় ২৩ ডেঙ্গু রোগী শনাক্ত

সিলেটে ২৪ ঘণ্টায় ২৩ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১২:০৩ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ | ১২:০৩

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৭৮ ডেঙ্গু রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১৩ জন আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য জানান, হবিগঞ্জের লাখাই উপজেলায় বেশ কয়েকজন গার্মেন্টসকর্মী অসুস্থ হয়ে ঢাকা থেকে নিজ এলাকায় এসে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই ডেঙ্গু রোগে আক্রান্ত। সিলেটের অনেক গ্রামেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এদের অধিকাংশ রাজধানী ফেরত।

বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের ৩১৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২৩৫ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। বর্তমানে ৭৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। শনাক্ত হওয়া ৩১৩ রোগীর মধ্যে সিলেটে ১৮৩ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ৯৬ জন ও মৌলভীবাজারে ১৫ জন।

এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি করপোরেশন। এরই মধ্যে এডিস মশার লাভা নির্মূলে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। যেখানে এডিসের লার্ভা মিলছে সেখানে জরিমানা করা হচ্ছে। মঙ্গলবার নগরীর দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। সচেতন না হলে ডেঙ্গুর ‘কমিউনিটি ট্রান্সমিশনের’ শঙ্কা রয়েছে।


আরও পড়ুন

×