ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঋণমুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন শহিদুল

ঋণমুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন শহিদুল

মঙ্গলবার বিকেল ৫টার দিকে দুধ দিয়ে গোসল করেন শহিদুল- সমকাল

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১৬:৪৬ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ | ১৬:৪৬

শেরপুরের নালিতাবাড়ীতে এনজিওর ঋণ থেকে মুক্ত হয়ে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন শহিদুল ইসলাম নামে এক যুবক। দুধ দিয়ে গোসল সেরে তিনি শপথ করেছেন- ‘জীবনে আর কোনও দিন সমিতি বা এনজিও থেকে ঋণ গ্রহণ করবেন না।’

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার জাঙ্গালিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে স্থানীয় একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন শহিদুল ইসলাম। ওই ঋণের টাকা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও তিনি তা নিয়মিত পরিশোধ করতে পারছিলেন না। ফলে তিনি ওই এনজিও কর্মকর্তাদের চাপের মুখে পড়ে ইতোমধ্যে ঘরের সব হাঁস-মুরগি বিক্রি করে দেন। এদিকে তার রাজমিস্ত্রির নিয়মিত কাজ না থাকায় তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিলো। এতে ঋণের কিস্তির চাপে তার কাজকর্মেও মন বসছিলো না। অনেকটা অসহায় হয়ে সবশেষ সিদ্ধান্ত নেন, তার একমাত্র ষাড় গরুটি বিক্রি করে দেওয়ার। এরপর ঋণ শোধ করে দুধ দিয়ে গোসল করে জীবনে কোনও দিন ঋণ বা সুদে টাকা ধার না নেয়ার শপথ করেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে দুধ দিয়ে গোসল করেন শহিদুল- সমকাল

জানা যায়, গত ২৪ জুলাই স্থানীয় হাবিবুল্লাহ নামে এক ব্যক্তির সঙ্গে শহিদুল গরু বিক্রি ও এর নেপথ্যের কারণ জানান। ওই ব্যক্তি শহিদুল ও তার গরুর ছবি দিয়ে বিষয়টি তার ফেসবুকে পোস্ট দেন। স্ট্যাটাসে শহিদুল ২৫ জুলাই বিকেল ৫টায় স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে দুধ দিয়ে গোসল করবেন বলে জানান। এরপর বিষয়টি ভাইরাল হলে মঙ্গলবার দুপুর থেকে শহিদুল ইসলামের বাড়িতে আশপাশের এলাকার মানুষ তাকে দেখতে ভিড় করেন। পরে বিকেল ৫টার দিকে উপস্থিত সবার সামনে এক মণ দুধ দিয়ে গোসল করেন শহিদুল।

এবিষয়ে শহিদুল ইসলাম বলেন, একটি এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। আমি গরিব মানুষ। ঠিকমতো কিস্তি দিতে পারি না। রাজমিস্ত্রির কাজ করি, একদিন কাজ থাকলেও আরেক দিন কাজ থাকে না। তখন বসে থাকতে হয়। ওদের কিস্তির চাপে পড়ে শেষ সম্বল গরুটি বিক্রি করে টাকা পরিশোধ করলাম। দুধ দিয়ে গোসল করে শপথ নিলাম, জীবনে আর কখনও সুদে টাকা নেবো না।

আরও পড়ুন

×