ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চমেকে রোগী ‘উধাও’

স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

সমকালে প্রকাশিত প্রতিবেদন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৫:২৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৫:২৫

চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে দালাল চক্রের মাধ্যমে রোগী উধাও হওয়ার ঘটনা নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, পর্যাপ্ত আনসার সদস্য নিয়োগ, সিসিটিভি ক্যামেরা বসানো, দুপুরের পর হাসপাতালের কয়েকটি প্রধান পয়েন্ট বন্ধ করাসহ নানা প্রস্তাবনা পাঠানো হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে।

বুধবার প্রস্তাবনা পাঠানোর বিষয়টি সমকালকে নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

আজ চমেক হাসপাতালে “প্রতিদিন ‘উধাও’ ২৫ রোগী” শিরোনামে সমকালে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নিয়ে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ হাসপাতালজুড়ে ব্যাপক আলোচনা হয়।

এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোগী উধাও হওয়ার ঘটনা রোধ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা প্রস্তাবনা পাঠাব। এ সমস্যা নিয়ন্ত্রণ করতে ও জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম চাইব।

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে হাতেগোনা কিছু আনসার সদস্য ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন; যা কয়েক হাজার রোগী ও স্বজনের তুলনায় খুবই অপ্রতুল। তাই সার্বিক বিষয় তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আমাদের বাড়তি লোকবলের প্রয়োজন।

হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, ওয়ার্ড থেকে রোগীদের ভাগিয়ে নেওয়ার নেপথ্যে আছে দালাল চক্র– বিষয়টি সংবাদে উঠে আসায় কিছুটা হলেও প্রশাসনে ধাক্কা লেগেছে। এতে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষও। প্রশাসন আন্তরিক হলে সবই সম্ভব।

এদিকে সমকালের প্রতিবেদনটি দেখে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে হাসপাতাল সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়ে ফোন করেছেন বলেও জানা গেছে।

আরও পড়ুন

×