সিলেটে বৃক্ষমেলা সমাপ্ত, সম্মাননা পেল ১০ প্রতিষ্ঠান ও ব্যক্তি
-samakal-64c281067aa78.jpg)
সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সম্মাননা প্রদান করা হয় - সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৪:৩৬ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ১৪:৩৬
সিলেটে ১১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা সমাপ্ত হয়েছে। সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার সমাপনী দিনে সরকারি ও বেসরকারিভাবে নার্সারি, বনায়ন ও বাগান করায় ১০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিতে এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, লেখক ও সাংবাদিক আফতাব চৌধুরী প্রমুখ।
সিলেট বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষমেলা গত ১৬ জুলাই শুরু হয়েছিল। মেলায় বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ঔষধিসহ সকল প্রকার গাছের চারা বিক্রি হয়। সমাপনী দিনে সরকারিভাবে সৃজিত বাগান ক্যাটাগরিতে প্রথম পুরস্কার গ্রহণ করেন শেখঘাট নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষে বন কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদ। এছাড়া ব্যক্তিপর্যায়ে ছাদে বাগান করায় তিনজনকে এবং ছয়টি নার্সারি প্রতিষ্ঠান সম্মাননা প্রদান করা হয়েছে।