ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৫:২৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ১৫:২৩

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এস. এম. তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর রাতে কুমিল্লায় তিনি মারা যান।

তাজুল ইসলাম কর্ণফুলী উপজেলার বড়উঠানের দৌলতপুর গ্রামের কাজী বাড়ির প্রয়াত ওবাইদুস সালামের ছেলে। তিনি ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, তাজুল ইসলাম ঢাকায় চাকরি করলেও নিয়মিত চট্টগ্রামে আসা-যাওয়ার করতেন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামের জন্য চট্টগ্রামে ফিরছিলেন। রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লায় পৌঁছালে তিনি বুকের ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে তার আকস্মিক মৃত্যু কর্ণফুলীবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন

×