ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহ দাবি

বরিশালে শুরু গণস্বাক্ষর গ্রহণ

বরিশালে শুরু গণস্বাক্ষর গ্রহণ

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ১৬:৩০ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ১৬:৩০

ভোলার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ঢাকায় সরবরাহের আগে দক্ষিণাঞ্চলের চাহিদা পূরণের দাবিতে গণস্বাক্ষর নেওয়া শুরু হয়েছে।

রোববার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি উদ্বোধন করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের বরিশাল শাখার আহ্বায়ক অধ্যাপক শাহ আজিজ খোকন।

এ সময় বক্তব্য দেন নাগরিক আন্দোলনের সদস্য সচিব ও বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, শ্রমিক ফ্রন্টের দুলাল মল্লিক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের এ আর মুকুল প্রমুখ।

তারা বলেন, ভোলার গ্যাস ব্যবহারের অধিকার সবার আগে ভোলাবাসীর। এরপর দক্ষিণাঞ্চলের বাকি পাঁচ জেলার। সরকার মুখে মুখে নানা প্রতিশ্রুতি দিলেও দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেয়নি। গ্যাসের অভাবে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন হচ্ছে না। অথচ ভোলার সরকার সিলিন্ডারের মাধ্যমে রাজধানী ও আশপাশের জেলায় সরবরাহের জন্য একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। সরকারের এ সিদ্ধান্ত দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

অশ্বিনী কুমার হল-সংলগ্ন সদর রোডে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার দুই সহস্রাধিক মানুষ সই করেছেন বলে নাগরিক আন্দোলনের নেতারা জানিয়েছেন। তারা জানান, আগস্ট মাসজুড়ে গণস্বাক্ষর সংগ্রহ করে জনগণকে সংগঠিত করা হবে। সেপ্টেম্বরে তারা কঠোর আন্দোলনে যাবেন। 

আরও পড়ুন

×