ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিদ্যুৎ বিলে গড়বড়, তদন্তে চিঠি

বিদ্যুৎ বিলে গড়বড়, তদন্তে চিঠি

ফাইল ছবি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ১৮:০০

ঘাটাইলে সেচ পাম্পের মিটার না দেখেই বিল করায় অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে কৃষককে। ‘মিটারের সঙ্গে মেলে না বিলের হিসাব’ শিরোনামে গত শনিবার সমকালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসে ইউএনও মুনিয়া চৌধুরীর। এ ব্যবস্থা নিতে শনিবার ঘাটাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন।
চিঠির সত্যতা নিশ্চত করে ইউএনও মুনিয়া চৌধুরী বলেন, সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে নির্বাহী প্রকৌশলীকে।
বিষয়টি জানতে ফোন করা হয় ঘাটাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে। সমকাল প্রতিবেদকের পরিচয় পেতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, ‘চিঠি পেয়েছি, কাজ চলছে। আর চিঠির বিষয়টি গোপন। এ বিষয়ে আপনাকে (প্রতিবেদক) কেন বলব? প্রতিদিনই আপনার কাছে বক্তব্য দেব?’

আরও পড়ুন

×