প্রধানমন্ত্রীর রংপুর সফরকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রংপুর অফিস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৫:২৫ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১৫:২৫
রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’।
সোমবার রংপুর মহানগরীর সিটি বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করা হয়। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলে ধরে স্লোগান দেন তিস্তাপাড়ের মানুষ। মিছিলে তিস্তা নদীবেষ্টিত রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া উপজেলা ছাড়াও নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে লোকজন অংশ নেন।
মিছিল শেষে রংপুর টাউন হল চত্বরের উন্মুক্ত মঞ্চে সমাবেশে বক্তব্য দেন নদীভাঙনের শিকার তিস্তাপাড়ের মানুষসহ সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।
তারা বলেন, বৈষম্য দূরীকরণ, দারিদ্র্যের হার কমানোসহ নদীনির্ভর উত্তরাঞ্চলকে মরূকরণ থেকে বাঁচাতে তিস্তা চুক্তির পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।
রংপুর সিটি করপোরেশনের মেয়র ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, পদ্মা সেতু যদি দেশের টাকায় নির্মাণ করা সম্ভব হয়, তাহলে তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন সম্ভব। বর্তমানে দেশে অনেক মেগা প্রকল্প চলছে। কিন্তু উত্তরের মানুষের জন্য কোনো মেগা প্রকল্প নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে তাঁর ঘোষিত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই।
সমাবেশে আরও বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।