ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

চট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু কুমিল্লা থেকে উদ্ধার

চট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু কুমিল্লা থেকে উদ্ধার

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ২১:২৭ | আপডেট: ০১ আগস্ট ২০২৩ | ২১:২৭

চট্টগ্রাম থেকে চুরি হওয়া ৩ বছরের এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চরপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। 

তারা হলেন- হোসনা আক্তার (৪০) ও তার স্বামী মো. রুবেল (২৫)। হোসনা নগরের একটি পোশাক কারখানায় কাজ করেন। রুবেল বাসের সহকারী হিসেবে কাজ করতেন। 

পুলিশ জানায়, আগের সংসারে দুই সন্তান থাকার পরও বর্তমান সংসারে সন্তান না থাকায় শিশুটিকে চুরি করেন হোসনা। রোববার রাতে পাহাড়তলী নোয়াপাড়া এলাকা থেকে তিন বছর বয়সী এক কন্যাশিশু হারানোর অভিযোগ নিয়ে আসেন এক দম্পতি। এ ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। ওই এলাকার আশপাশের সিসি ক্যামেরা থেকে সংগ্রহ করা ফুটেজে এক নারীকে শিশুটি কোলে করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। কিন্তু ওই নারীকে নিখোঁজ শিশুর বাবা-মা চেনেন না। ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে এমন তথ্য পাওয়া গেলেও সেখানে গিয়ে দেখা যায়, তিনি যেসব কাগজপত্র জমা দিয়েছেন সেগুলো ভুয়া। এরপর ওই নারীর বাসায় গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। পরে তার স্বামীর নাম রুবেল বলে জানতে পারে পুলিশ। 

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মঈনুর রহমান বলেন, ‘রুবেলের খোঁজ করতে শুরু করে পুলিশ। একপর্যায়ে চৌদ্দগ্রাম থানায় রুবেলের বিরুদ্ধে দুইটি মারামারির মামলার বিষয়টি জানা যায়। ওই মামলার সূত্র ধরে রুবেলের বাড়ির ঠিকানার খোঁজ পায় পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির বাবার করা মামলায় ২ জনকে আসামি করা হয়েছে।’ 

আরও পড়ুন

×