ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার আরও ২ শিক্ষার্থীর জামিন

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার আরও ২ শিক্ষার্থীর জামিন

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১১:৫১ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১১:৫১

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার আরও শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জানান, টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার রাইয়ান আহমেদ সাজিদ ও তানিমুল ইসলামের জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 

গত রোববার টাঙ্গুয়ার হাওরের দুধের আওটা এলাকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ৩২ জনকে আগেই জামিন দেন আদালত। গ্রেপ্তার শিক্ষার্থীদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন। বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন

×