ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

১০ টাকায় ২০০ পরিবারের ব্যাগভর্তি বাজার

১০ টাকায় ২০০ পরিবারের ব্যাগভর্তি বাজার

ফাইল ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৩:৫২ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১৩:৫২

রাজবাড়ীতে ১০ টাকায় ব্যাগভর্তি বাজার পেয়েছে ২০০ সুবিধাবঞ্চিত পরিবার। জেলা প্রশাসক রাজবাড়ী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের রত্না কমিউনিটি সেন্টারে হ্যাপিনেস সুপারশপ উদ্বোধনের পর ১০ টাকার বিনিময়ে তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়।

এ সময় এক টাকা কেজি চাল, দুই টাকা কেজি ডাল, দুই টাকা কেজি ছোলা, এক টাকা কেজি লবণ, এক টাকা কেজি আটা, চার টাকায় এক লিটার সয়াবিন তেল, এক টাকায় পাঁচ প্যাকেট বিস্কুট, চার টাকায় একটি লুঙ্গি, এক টাকায় এক জোড়া স্যান্ডেল, প্রতি পিস লাউ এক টাকা, মিষ্টিকুমড়া এক টাকা, এক টাকা কেজি আলু, এক টাকায় ছয়টি ডিম, এক টাকায় একটি টি-শার্ট এবং ছয় টাকায় দেড় থেকে দুই কেজি ওজনের একটি মুরগিসহ ১৫ ধরনের পণ্য থেকে ১০ টাকায় পছন্দমতো পণ্য কেনার সুযোগ পায় ২০০ সুবিধাবঞ্চিত পরিবার।

আয়োজকরা বলেন, বাজারে এক লিটার সয়াবিন তেলের দাম যেখানে ১৯০ টাকা, সেখানে এই সুপারশপে এক লিটার তেল মাত্র চার টাকায় পাওয়া যাচ্ছে। ২৬০ টাকার ব্রয়লার মুরগির দাম চার টাকা। এক কেজি মাছ দুই টাকা, ছয়টি ডিম এক টাকা, ফ্যামিলি সাইজের নুডলসের প্যাকেটের দাম এক টাকা। মূলত দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে প্রতি মাসে একবার দেশের বিভিন্ন স্থানে এ বাজারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদা খাতুন বলেন, এ ধরনের আয়োজনে নিম্ন আয়ের মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন।


আরও পড়ুন

×