সিলিং ফ্যানে ঝুলে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

আটক স্বামী বাবু আলী
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৫:২৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১৫:২৪
নাটোরের লালপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে বৃষ্টি খাতুন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী বাবু আলীকে (২৫) আটক করেছে পুলিশ। আটক বাবু ওয়ালিয়া বাজারের ফল ব্যবসায়ী।
নিহত বৃষ্টি খাতুন ইসলামপুর গ্রামের সাইদুর সরকারের মেয়ে ও দুয়ারিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে বাবু আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, ৪ বছর আগে উপজেলার দুয়ারিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে বাবু আলীর সঙ্গে বৃষ্টি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো। এ নিয়ে কয়েকবার পারিবাকিভাবে সালিশ বৈঠকও হয়েছে। বুধবার রাতে আবারও স্বামী বাবু বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। পরে সকালে বৃষ্টি নির্যাতন সইতে না পেরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃষ্টিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।
ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এরপর পুলিশ স্বামী বাবু আলীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
- বিষয় :
- নাটোর
- গৃহবধূর আত্মহত্যা