ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বশেমুরবিপ্রবিতে পানিতে ডুবে মৃত দুই ছাত্রীর স্মরণে হচ্ছে স্মৃতিস্তম্ভ

বশেমুরবিপ্রবিতে পানিতে ডুবে মৃত দুই ছাত্রীর স্মরণে হচ্ছে স্মৃতিস্তম্ভ

নিহত দুই শিক্ষার্থী। ছবি-সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৮:৩৭ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১৮:৩৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী তাসপিয়া জাহান রিতু ও মোবাশ্বেরা তানজুম হিয়ার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক এ কিউ এম মাহবুব স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বশেমুরবিপ্রবির জনসংযোগ বিভাগের উপপরিচালক মাহবুবুল আলম বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মৃত দুই শিক্ষার্থীর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। এ সময় ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোবারক হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার বশেমুরবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিয়া পা পিছলে লেকের পানিতে পড়ে যান। প্রিয় বান্ধবীকে বাঁচাতে লেকে লাফ দেন রিতুও। কিন্তু তাদের দু’জনই সাঁতার জানতেন না। এ কারণে পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়সহ পুরো গোপালগঞ্জ এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

×