ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কুমারখালী

মাদক মামলায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাদক মামলায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ০৮:২৪ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ০৮:২৪

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক সেবন ও বিক্রির দায়ে আরিফুল ইসলাম নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৫ আগস্ট) দুপুরে পৌরসভার শেরকান্দি পশুহাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। এ সময় আরিফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুসারী এই দণ্ড দেন আদালত।

এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত জানান, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ওসি আকিবুল ইসলাম জানান, আরিফুলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন

×