ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১০:০০ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১০:০০

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে শাহাদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহাদুল পাইকেরছড়া ইউনিয়নের শহীদমোড় এলাকার শামছুল হকের ছেলে। 

জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে ধান খেতে সেচ দিতে যান শাহাদুল। কিন্তু পাম্পের সুইচ অন করলেও পানি না ওঠায় সুইটবোর্ডে খুলে দেখার চেষ্টা করেন তিনি। কিন্তু মেইন সুইচ অফ না করায় তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

 ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। কোনো অভিযোগ থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


আরও পড়ুন

×