ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পুলিশের চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার ৩

পুলিশের চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১২:২২ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১২:২২

অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার করা হলে পুলিশের নজর এড়ানো যাবে। এ কারণে অ্যাম্বুলেন্সে করেই পাচার করা হচ্ছিল ফেনসিডিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকায় একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে মিলল ৭০টি ফেনসিডিল। এই ঘটনায় চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ) বিভাগ তাদের গ্রেপ্তার করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার করা হচ্ছে- এমন খবর পাওয়ার পর আমরা নগরীর রুবি গেইট পাকা রাস্তা এলাকায় অবস্থান করি। এ সময় একটি অ্যাম্বুলেন্স থামিয়ে তাতে তল্লাশি চালাই। অ্যাম্বুলেন্স থেকে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক ও এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ফেনসিডিলগুলো ফেনী জেলার পরশুরাম থানার সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল থেকে কম দামে সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে বেশি দামে বিক্রি করার জন্য চট্টগ্রামে আনা হচ্ছে। পুলশের চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে করেই এসব ফেনসিডিল আনা হচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।’

আরও পড়ুন

×