ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেয়র আরিফুল হককে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার পরিকল্পনা

মেয়র আরিফুল হককে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার পরিকল্পনা

মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি-সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১৫:১৫

আগামী ৭ নভেম্বর শেষ হচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদ। পরদিন দায়িত্ব নেবেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। টানা দু’বারের মেয়র আরিফকে আনুষ্ঠানিক বিদায় জানাবে বর্তমান পরিষদ।

মেয়র আরিফকে কীভাবে বিদায় জানানো হবে, সে বিষয়ে আলোচনা করতে রোববার নগর ভবনে সিসিক পরিষদের বৈঠক ডাকা হয়েছে। কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়র আরিফুল হককে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে।

গত ২১ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী জয়লাভ করেন। নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। টানা দু’বারের নির্বাচিত মেয়র আরিফুল হকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ নভেম্বর। নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এ মাসেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


আরও পড়ুন

×