ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে মৃত্যু বেড়ে ৮, নিখোঁজ ৬

বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে মৃত্যু বেড়ে ৮, নিখোঁজ ৬

ট্রলার ডুবির পর সেখানে হতাহতদের জুতা পড়ে থাকতে দেখা যায় (ছবি-মিজানুর রহমান ঝিলু)

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৭:৪৯ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১৮:১৭

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নারী-শিশুসহ ৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন। 

শনিবার রাত সাড়ে আটটার দিকে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার মাঝামাঝি ইছামতি নদীর ডহরী-তালতলা খালের রসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে স্থানীয় প্রশাসনসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা।

হতাহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে। উদ্ধার কাজ চলছে।

লৌহজং থানার এস আই রুস্তম আলী জানান, ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। অন্যদিকে লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আবদুল মতিন জানান, ট্রলারটিতে ছিলেন ৪৬ জন। আটজনের মরদেহ উদ্ধারের তথ্য তিনি সমকালকে নিশ্চিত করেছেন। 

ট্রলারটির যাত্রীরা সিরাজদিখান উপজেলার খিদিরপুর থেকে বিকেলে পদ্মা নদীতে ঘুরতে যান। তারা সবাই একে-অপরের আত্মীয়স্বজন। ফেরার পথে অন্ধকারে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। 

আরও পড়ুন

×