জলাবদ্ধতা
রিকশায় চড়েও শেষ রক্ষা হলো না মেয়রের

রিকশায় করে মেয়রের বাড়ি ফেরার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে লোকজন জলাবদ্ধতা নিয়ে তীব্র সমালোচনা করেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ২৩:০৫ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ২৩:০৫
টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বহদ্দারহাটে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়ির উঠান, সামনের গলি ও সড়কে। পানি এড়াতে শনিবার দুপুরের দিকে সিটি মেয়রকে রিকশায় করে বাসায় ফিরতে দেখা যায়। সে সময়ও হালকা বৃষ্টি হচ্ছিল। তাই রিকশায় বসা অবস্থাতেই মেয়রের মাথার ওপর ছাতা ধরে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন তাঁর বাড়িতে কর্মরত নিরাপত্তাকর্মী।
এদিকে রিকশায় করে মেয়রের বাড়ি ফেরার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে লোকজন জলাবদ্ধতা নিয়ে তীব্র সমালোচনা করেন।
ভিডিওতে দেখা যায়, হাসিমুখে রিকশায় বসা মেয়রকে ময়লা পানি ঠেলে নিয়ে আসছেন চালক। পেছন থেকে একজন রিকশাটি ঠেলছিলেন। পাশেই মেয়রের মাথায় ছাতা ধরে আছেন একজন নিরাপত্তাকর্মী।
ময়লা পানি এড়াতে রিকশায় চড়লেও শেষ রক্ষা হয়নি। গেটে যাওয়ার পর রিকশা থেকে নেমে হাঁটুপানি মাড়িয়েই মেয়রকে শেষ পর্যন্ত বাসায় ঢুকতে দেখা যায়।
জলাবদ্ধতা নিয়ে মেয়র রেজাউল করিম সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। মেয়র বলেন, ‘জলাবদ্ধতার জন্য মানুষ সিটি করপোরেশনকে দায়ী করছে,গালাগাল করছে। অথচ জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সিটি করপোরেশনের কোনো হাত নাই।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি বলেছি কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় করে কাজ (জলাবদ্ধতা নিরসন প্রকল্প) করতে। কিন্তু এ পর্যন্ত তারা কী করেছে? তারা নিজেদের মতো করে কাজ করছে।’