কৃষকের মহিষ আটকে রেখে টাকা দাবি

কৃষকের আটকে রাখা দুটি মহিষের একটি ছবি : সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ০৫:৩১ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ০৫:৩৩
প্রায় পাঁচ বছর আগে পরিশোধ করা দোকান বাকির ১১ হাজার টাকা আবার আদায় করতে কৃষকের মহিষ আটকে রাখার অভিযোগ উঠেছে তাড়াশের এক মুদি দোকানদারের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের দোকান বাকির ১১ হাজার টাকা আরও ৫ বছর আগেই পরিশোধ করেছিলেন ওই এলাকার কৃষক হাসিনুর সরকার। অথচ দোকানদার রফিকুল সেই টাকা পুনরায় আদায় করতে কৃষক হাসিনুরের প্রায় সাত লাখ টাকা মূল্যের দুটি মহিষ দু'দিন ধরে আটক রেখেছেন।
গতকাল শনিবার এ ঘটনার প্রতিকার চেয়ে মহিষের মালিক হাসিনুর সরকার তাড়াশ থানায় অভিযোগ দায়ের করেছেন।
কৃষক হাসিনুর জানান, প্রায় পাঁচ বছর আগে তাঁর ছেলে মহাতাব সরকার গ্রামের মুদি দোকানদার রফিকুল ইসলামের দোকান থেকে ১১ হাজার টাকার বিভিন্ন পণ্য বাকি নিয়েছিল। পরে বাবা হিসেবে তিনি ওই টাকা পরিশোধ করেন। কিন্তু শনিবার সকালে ভাড়ায় এক ব্যাক্তির পাট জাগ দিতে নিয়ে যাওয়ার পথে রফিকুল এবং তাঁর স্বজনরা মহিষের গাড়ির পথরোধ করে আবারও পরিশোধ করা ১১ হাজার টাকা দাবি করেন। প্রতিবাদ জানালে তাঁরা হাসিনুরকে মারধর করে তাঁর মহিষ দুটি নিয়ে যায়। বিষয়টি স্থানীয় গ্রাম প্রধানদের জানানো হলেও কোন প্রতিকার পাননি।
এদিকে মুদি দোকানদার রফিকুল ইসলামের দাবি- তাঁর পাওনা দোকান বাকির ওই ১১ হাজার টাকা পরিসশোধ করা হয়নি।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। আজ (রোববার) সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- বিষয় :
- তাড়াশ
- মহিষ
- পাওনা টাকা