ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইউপি চেয়ারম্যান হত্যার ২২ বছর পর দু’জনের কারাদণ্ড

ইউপি চেয়ারম্যান হত্যার ২২ বছর পর দু’জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১৬:৫০ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ১৬:৫০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যার শিকার হয়েছিলেন ২২ বছর আগে। এ ঘটনায় হওয়া মামলার রায় হয়েছে রোববার। এতে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় ঘোষণা করেন।

রায়ে তিনি আবুল কালাম ও নূর মোহাম্মদ নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন কায়েতপাড়া ইউপির তৎকালীন চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদ। পথে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর পরদিনই আফতাবের ছেলে সোহেল রানা ১৭ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তাদের আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়।

আসাদুজ্জামান আরও বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ ছাড়া দু’জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও যুক্তিতর্কে আবুল কালাম ও নূর মোহাম্মদকে দোষী সাব্যস্ত করেন আদালত। এ জন্য তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

এ ছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় চার্জশিটভুক্ত অন্য ১৫ জনকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি আবুল কালাম পলাতক।

আরও পড়ুন

×