আশুগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

ছবি : সমকাল
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ০৫:২১ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ০৫:২১
দাঙ্গা-সন্ত্রাস ও মাদকের অপব্যবহার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঙ্গা-সন্ত্রাস এবং মাদকবিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউট আশুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ (সোমবার) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্তরে এ কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাব স্কাউটের সদস্যরা মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে সমবেত র্যালী মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে ইউএনও ও উপজেলা স্কাউট সভাপতি শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদক, সন্ত্রাস ও দাঙ্গার কুফল বর্ণনা বক্তব্য দেন সহকারি কমিশনার কাজী তাহমিনা সারমিন, থানার ওসি নাহিদ আহম্মেদ, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চরচারতলা মাদ্রাসার অধ্যক্ষ মহিউদ্দিন মোল্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীন সিকদার, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ প্রমুখ।