ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

চট্টগ্রাম মহানগর আ’লীগের বিবৃতি

জলাবদ্ধতা নিরসনসহ সব প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন দাবি

জলাবদ্ধতা নিরসনসহ সব প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন দাবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ১৫:৩৪ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ১৫:৩৪

পরিকল্পিত চট্টগ্রাম গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলাবদ্ধতা নিরসনসহ যেসব মেগা প্রকল্প নিয়েছেন সেগুলো দ্রুত বাস্তবায়ন চায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

সোমবার দলে পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক সই করা বিবৃতিতে তারা বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীসহ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে যেসব মেগা প্রকল্পগুলো গ্রহণ করেছেন, তা বাস্তবায়িত হতে যাচ্ছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের অধীনে যেসব প্রকল্প চলমান রয়েছে, তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত করা হয়।’ 

এই ক্ষেত্রে করপোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষ যেন পরস্পরকে দোষারোপ না করে সমন্বয় সাধনের মাধ্যমে কাজ সম্পন্ন করেন- সেই কথাও বিবৃতিতে তুলে ধরেন এবং এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি সুরক্ষিত হবে বলে মনে করেন তারা। বিবৃতিতে নগর আওয়ামী লীগ নেতারা গত চারদিনের প্রবল বর্ষণের ফলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগের জন্য নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে অতিবর্ষণজনিত কারণে যেসমস্ত এলাকার সাধারণ মানুষ ও তাদের পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছেন- তাদের পাশে দাঁড়াতে ও সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য চট্টগ্রাম মহানগর, থানা এবং ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন।

আরও পড়ুন

×