বাবার হত্যাকারীদের বিচার দাবি ছেলের

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৮:০০
ময়মনসিংহের গৌরীপুরে বাবার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে ছেলে। মঙ্গলবার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারে মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে।
মাওহা ইউনিয়নের খলতবাড়ি গ্রামের সাহেব আলীর বাড়ির পাশে জমিতে পুকুর খনন নিয়ে বিরোধ চলছে একই গ্রামের বাবুল মিয়ার। গত ১ জুলাই বিরোধপূর্ণ জমিতে মাটি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন সাহেব আলী। এ ঘটনায় ৪ জুলাই সাহেব আলীর ছেলে বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। এর মধ্যে আসামি বাবুল মিয়া (৫৬) ও তার ছেলে জহিরুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার মানববন্ধন করে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন ইউপি সদস্য মানিক মিয়া, নিহতের স্ত্রী সখিনা খাতুন, ভাই ছাহেদ আলী, ভাবি রেহেনা আক্তার, এলাকাবাসী আবু বকর সিদ্দিক, হারুন মিয়া, জহিরুল ইসলাম প্রমুখ।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সাহেব আলী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাত আসামি উচ্চ আদালতের জামিনে রয়েছেন। বাকিদের ধরার চেষ্টা চলছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- গৌরীপুর
- বাবার হত্যাকারী
- বিচার দাবি