ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গৌরনদীতে গাছের সঙ্গে ধাক্কা প্রাইভেটকারের, নারী চিকিৎসক নিহত

গৌরনদীতে গাছের সঙ্গে ধাক্কা প্রাইভেটকারের, নারী চিকিৎসক নিহত

দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ০৭:৪৪ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ০৭:৪৪

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ইকরা বিনতে হাফিজ (২৮) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় গাড়িটির চালক নাহিদ (৩০) গুরুতর আহত হন। আহত চালককে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার ভোরে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী (ঢাকা মেট্রো–গ ১৩-৬৫৪৯) প্রাইভেটকার ভোর সোয়া ৬টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা অতিক্রম করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে গাড়িটি। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। গাড়ির ভেতরে থাকা চিকিৎসক ইকরা বিনতে হাফিজ ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক ইকরা বিনতে হাফিজকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, ইকরা বিনতে হাফিজ রাজধানী উত্তরার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।

আরও পড়ুন

×